শরণখোলায় অবৈধ স্থাপনা নির্মাণ করায় কারাদন্ড

0

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে জাফর ভদ্দর নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তিন মাসের কারাদন্ড দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন।
জানা গেছে, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কাসেম ভদ্দরের ছেলে জাফর ভদ্দর সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে পাকা ভবন নির্মাণ করছিলেন।
শরণখোলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট মো. নূরে আলম সিদ্দিকী জানান, সরকারি জমিতে পাকা ভবন নির্মাণ করার অভিযোগে জাফর ভদ্দর নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।