মোরেলগঞ্জে ভুয়া চিকিৎসকের জেল

0

 

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে ভুয়া ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা দেয়ার অপরাধে মো. মনিরুজ্জামান ওরফে এমএম মনির নামে এক পল্লী চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় মোরেলগঞ্জের সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মোরেলগঞ্জ সোলমবাড়িয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালান। এসময় আলম হুজুরের বাসার নিচতলা থেকে মো. মনিরুজ্জামান (৩৭) নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর আওতায় তাকে ্ক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মো. মনিরুজ্জামান বাগেরহাট পৌর শহরের হরিণখানা এলাকার সোহরাব হোসেনের ছেলে।