হিজাব ইস্যুতে এবার উত্তপ্ত জম্মু-কাশ্মীর

0

লোকসমাজ ডেস্ক॥ জম্মু-কাশ্মিরের ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল নির্দেশনা জারি করেছে- শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না। আর সেই নির্দেশনা ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও।
পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, স্কুলের সীমানার মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না।
স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সেজন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এর সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা।
মেহবুবা মুফতি এই নির্দেশনার সমালোচনা করে টুইটারে লিখেছেন, আমি হিজাবের বিরুদ্ধে জারি করা এই নির্দেশনার নিন্দা জানাই। জম্মু-কাশ্মীর বিজেপি শাসিত হতে পারে, কিন্তু এটি অবশ্যই অন্য কোনও রাজ্যের মতো নয়, যেখানে তারা সংখ্যালঘুদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করতে পারে এবং তাদের পছন্দ মতো পোশাক পরতে বাধ্য করতে পারে। আমাদের মেয়রা তাদের ব্যক্তিগত পছন্দের অধিকার ছাড়বে না।