চৌগাছা-মহেশপুর সড়কের দেড় কিমি পিচ খোয়া উঠে চলাচলের অনুপযোগী

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা-মহেশপুর সড়কের দেড় কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ভাঙা সড়কের কারণে গত দু মাসের ব্যবধানে এক ব্যক্তির মৃত্যুসহ আহত হয়েছেন অনেকে। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামতের দাবি করেছেন এলাকাবাসী।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গা ঘেঁষে যশোরের চৌগাছা উপজেলা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রথম পৌরসভার শহর হচ্ছে মহেশপুর। সেই মহেশপুর উপজেলার অংশ বিশেষ নিয়ে প্রতিষ্ঠিত হয় চৌগাছা উপজেলা। সে কারণে মহেশপুরবাসীর সাথে চৌগাছাবাসীর নিবিড় সম্পর্ক মনে করেন এ অঞ্চলের মানুষ। ফলে সময়ে অসময়ে চৌগাছার মানুষ ছুটে যায় মহেশপুরে। অনুরুপ ভাবে মহেশপুরের মানুষও ছুটে আসেন চৌগাছাতে। এক সময় যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। নিদারুণ কষ্ট করে মানুষ এই সড়কটি দিয়ে যাতায়াত করতেন।
মানুষের কষ্টের কথা বিবেচনা করে যশোর উন্নয়নের রুপকার সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম চৌগাছা মহেশপুর সড়কটি পাকাকরণ করেন। এরপর কেটে গেছে অনেক বছর সড়কটি মেরামতও হয়েছে, তবে চৌগাছা অংশের কাঁদবিলা হতে ফাঁসতলা পর্যন্ত বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। প্রায় দেড় কিলোমিটার সড়কের ওপর পিচ ইট খোয়া উঠে সৃষ্টি হয়েছে গর্তের। ভারী যানবাহন মোটামুটি চলাচল করতে পারলেও বিপাকে পড়ছেন ছোটখাটো যান ও পায়ে চলা মানুষেরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সরেজমিন দেখা যায়, ওই সড়কে ছোট বড় মিলে ঘন্টায় অন্তত পক্ষে শতাধিক যানবাহন চলাচল করছে। তবে বেপরোয়া গতি নিয়ে চলাচল করছে ইটভাটায় নিয়োজিত ট্রাক ও ট্রাক্টর। এই বাহনের চালকরা সড়কের কোন নিয়ম কানুন মানছে না, তারা নিজের ইচ্ছামত চলে সড়কে। যে কারণে নষ্ট হচ্ছে সড়ক, দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
স্থানীয় ব্যবসায়ী মিহির আলী, লিটন হোসেন বলেন, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেন (৫৮) ফাঁসতলা বাজার সংলগ্ন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান। মারা যান মোটরসাইকেল চালক জনৈক ইসমাইল হোসেন বেপরোয়গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে।
ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনাল হক বলেন, সড়কটি দিনদিন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমার স্কুলের ছেলে মেয়েরা বলাচলে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করছে। দ্রুতই সড়কটি মেরামত করা দরকার।
উপজেলা প্রকৌশলী মো. মুনছুর রহমান বলেন, প্রায় ৬/৭ মাস হতে যাচ্ছে সড়কটি এলজিডি হতে রোডস অ্যান্ড হাইওয়ে অন্তর্ভুক্ত হয়েছে। যে কারণে আমরা এখন ওই সড়ক মেরামত করতে পারছি না।