করোনা মোকাবেলায় ঢাকা-দিল্লি সহযোগিতার প্রশংসা প্রধানমন্ত্রীর

0

লোকসমাজ ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বিনিময়কে ‘ভালো প্রতিবেশী’ কূটনীতির রোল-মডেল হিসেবে বিবেচনা করা হয়েছে।
মঙ্গলবার ভারতের গুজরাট রাজ্যের জামনগরে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিনের (জিসিটিএম) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একটি ভিডিও বার্তায় বলেন, পুরো বিশ্ব দেখেছে কীভাবে দুই প্রতিবেশী দেশ একে অপরকে সমর্থন করে এবং সঙ্কটের সময়ে একসাথে কাজ করে।
তিনি বলেন, আধুনিক মেডিসিনের সাথে ট্র্যাডিশনাল মেডিসিনের চর্চা হলে সবার জন্য মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরো ভালো ফলাফল পাওয়া যাবে।
তিনি আস্থা ব্যক্ত করেন যে গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন প্রমাণ-ভিত্তিক গবেষণা এবং ট্র্যাডিশনাল মেডিসিনের মানদন্ডের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হবে।
তিনি বলেন, এসডিজি-৩ লক্ষ্য অর্জনে ইউনানি, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার সম্ভাব্য অবদানকে আমরা আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে যৌথ চিকিৎসা গবেষণা প্রকল্পগুলোকে ইতিবাচকভাবে বিবেচনা করব।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে করোনা নিয়ন্ত্রণে এবং ব্যাপক টিকাকরণ কভারেজ অর্জনে দেশটির সরকারের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
সূত্র : ইউএনবি