উড়ন্ত শুরুর পরও পুঁজিটা বড় হলো না মোস্তাফিজদের

0

লোকসমাজ ডেস্ক॥ শেষ পর্যন্ত উইকেটে ছিলেন দুই সেট ব্যাটার রিশাভ পান্ত আর সরফরাজ খান। কিন্তু শেষ ১৮ বলে মাত্র ১৯ রান নিতে পারলো দিল্লি ক্যাপিটালস। ফলে উইকেট হাতে রেখেও তাদের পুঁজিটা তেমন বড় হলো না। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রানেই থেমেছে মোস্তাফিজদের দল। অর্থাৎ জিততে হলে লখনৌ সুপার জায়ান্টসকে করতে হবে ১৫০ রান। টস হেরে ব্যাটিংয়ে নেমে রীতিমত উড়ন্ত সূচনা করেছিলেন পৃথ্বি শ। ডেভিড ওয়ার্নারকে নিয়ে ৪৫ বলের উদ্বোধনী জুটিতে তিনি তোলেন ৬৭ রান, যেখানে ৬১ রানই পৃথ্বির। ৩৪ বলে ৯ বাউন্ডারি আর ২ ছক্কায় এই ঝড়ো ইনিংস খেলেন দিল্লি ওপেনার। তবে পৃথ্বি আউট হওয়ার পর রবি বিষ্ণুই টানা দুই ওভারে ডেভিড ওয়ার্নার (৪) আর রভম্যান পাওয়েলকে (৩) হঠাৎ বিপদে পড়ে দিল্লি। ৭৪ রানে ৩ উইকেট হারানো দলকে এরপর এগিয়ে নিয়েছেন রিশাভ পান্ত আর সরফরাজ খান। তাদের জুটিতে বেশ ভালোই রান উঠছিল।
১৬তম ওভারে পান্ত তো অ্যান্ড্রু টাইকে দুই ছক্কা আর এক বাউন্ডারি হাঁকান। ওই ওভারে আসে ১৮ রান। তার পরের ওভারে সরফরাজ খানের দুই বাউন্ডারিতে ১৩। এভাবে খেলতে পারলে পুুঁজিটা খুব সহজেই ১৭০ পার হয়ে যেতো। কিন্তু শেষ তিন ওভারে এসে কেমন যেন খেই হারিয়ে ফেলেন পান্ত-সরফরাজ। জেসন হোল্ডারের করা ১৮তম ওভারে আসে ৬ রান, আভেশ খানের ১৯তম ওভারেও ৬। এরপর হোল্ডারের ইনিংসের শেষ ওভারে মাত্র ৭ রান তুলতে পারেন পান্ত আর সরফরাজ।