সংসদে সুবর্ণা মুস্তাফা: ‘কোন আইনে লেখা আছে একজন নারী টিপ পরতে পারবেন না’

0

লোকসমাজ ডেস্ক॥ কপালে টিপ পরার কারণে এক নারীকে একজন পুলিশ সদস্য ইভটিজ করার ঘটনায় জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি বলেছেন, বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবেন না? আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেয়া বক্তব্যে সুবর্ণা মুস্তাফা এ প্রশ্ন রাখেন। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
সংসদে সুবর্ণা মুস্তাফা বলেন, বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পরতে পারবে না। এখানে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ, এমনকি সে বিবাহিত না বিধবা, সেটা বিষয় নয়। একটি মেয়ে টিপ পরেছে। তিনি একজন শিক্ষক। রিকশা থেকে নামার পর দায়িত্বরত পুলিশ অফিসার ইভটিজ করেছে।’ সুবর্ণা আরও বলেন, ‘যখন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে ইভ টিজিংয়ের ভূমিকায় দেখি, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাস্কর।’ রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার সম্প্রতি থানায় সাধারণ ডায়েরি করে অভিযোগ করেছেন, কপালে টিপ পরায় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাঁকে হেনস্তা করেন।