টিপু হত্যা: মুসাকে দেশে আনার চেষ্টা করা হবে: র‌্যাব

0

লোকসমাজ ডেস্ক॥ মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ড কানেকশন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সংশ্লিষ্টতাও পেয়েছে সংস্থাটি। এ হত্যার সমন্বয়কারী সুমন শিকদার ওরফে মুসাকে দুবাই থেকে ফিরিয়ে আনতেও কাজ করা হবে। এখন মুসা সম্পর্কে বিভিন্ন তথ্য দুবাইয়ের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আদান-প্রদান করা হচ্ছে। পুলিশ সদর দফতরের মাধ্যমে যথাযথভাবে দুবাই কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হবে। পাশাপাশি হত্যায় জড়িত শামীম ওরফে মোল্লা শামীমকেও খোঁজা হচ্ছে। মূলহোতাকে শনাক্ত করতে শামীম ও মুসাকে খুঁজছে পুলিশ
শনিবার (২ এপ্রিল) রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে অনেক জায়গায় বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার হয়েছে। এর মধ্যে বিকাশ, প্রকাশ, মানিক ও মোল্লা মাসুদের নাম বেশি শোনা গেছে। খন্দকার আল মঈন জানান, ‘এ ঘটনায় আন্ডারগ্রাউন্ডের কিছু লোক জড়িত থাকার তথ্য পেয়েছি। বিদেশ থেকে টিপুকে হুমকি দেওয়া হয়েছিল। এর প্রমাণও পাওয়া গেছে।’