যশোরে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলায় শনিবার অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও টাপেন্টাডল ট্যাবলেটসহ মোস্তাফিজুর রহমান বাপ্পি (৩০) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুর সোয়া ২টার দিকে ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান ছাতিয়াতলার মুনশী মেহেরুল্লাহ সড়কের জনৈক মোস্তাক আহমেদের বাড়ির ভাড়াটিয়া মোস্তাফিজুর রহমান বাপ্পির বাসায় অভিযান চালান।

এ সময় তিনি সেখান থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাফিজুর রহমান বাপ্পিকে আটক করেন। আটক মোস্তাফিজুর রহমান বাপ্পিু সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের মফিজুর রহমানের ছেলে। পরে তার স্বীকারোক্তিকে একই এলাকায় জনৈক আলীর বাড়ির ভাড়াটিয়া মানিকের বাসায় অভিযান চালানো হয়।

এ সময় ওই ঘর থেকে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে মানিককে আটক করা যায়নি। পলাতক মানিক ছাতিয়ানতলা গ্রামের নাছির মোড়লের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন এসআই শেখ আবু হাসান।