যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীতে অসহনীয় যানজট নিরসন ও দ্রব্যমূল্যের সীমাহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে এবি পার্টি। দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর বিজয়নগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক প্রফেসর মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও তাজুল ইসলাম ।
সোলায়মান চৌধুরী বলেন, ‘নিত্যপ্রয়োনীয় দ্রব্যের সিন্ডিকেট, রাস্তায় চাঁদাবাজি, অনিয়ম সবকিছু সরকারের জানা আছে। কিন্তু সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। যানজটে ঢাকা অচল। বায়ুদূষণ, পানিদূষণে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এগুলো সঠিক ব্যবস্থাপনা নেই। আমরা দাবি জানাই, অবিলম্বে সব অনিয়ম দূর করে জনগণের জীবন যাত্রা সহজ করতে হবে।’