পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার অবস্থানকে বিপজ্জনক বলছে যুক্তরাষ্ট্র

0

লোকসমাজ ডেস্ক॥ ইউক্রেন সংকটে পরমাণু অস্ত্রের ব্যবহার হবে কিনা সেই সম্ভাবনা পুরোপুরি বাতিল করছে না রাশিয়া। আর এ নিয়ে চটেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার এমন অবস্থানের নিন্দা জানিয়েছে পেন্টাগন। দিমিত্রি পেসকভ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া যদি অস্তিত্ব সংকটে পড়ে তাহলে পরমাণু বোমার ব্যবহার করা হবে। দেশটি বিশ্বের সবথেকে বেশি পরমাণু অস্ত্রের মালিক। এরপরই পেসকভের ওই বক্তব্যের নিন্দা জানিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেন, মস্কোর এমন অবস্থান বিপজ্জনক। কোনো দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ কখনো এভাবে আচরণ করতে পারে না। তিনি আরও বলেন, এখনো এমন কিছু ঘটেনি যাতে যুক্তরাষ্ট্রকে তার কৌশলগত প্রতিরোধ ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।
তবে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এদিকে পেসকভের ওই মন্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা। তিনি বলেন, রাশিয়া এখন পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাব্য অযুহাত খুঁজছে আর এটিকে বিপজ্জনক হিসেবে না দেখার কোনো উপায় নেই। তারা মিথ্যাভাবে একটি ধারণা তৈরির চেষ্টা করছে যে রাশিয়া কোনোভাবে হুমকিতে রয়েছে। এটি একটি উদ্বেগের বিষয় কারণ রাশিয়া অন্তত এটির কথা বিবেচনা করছে। তিনি আরও বলেন, আমি জানি না আসলেই রাশিয়া পরমাণু হামলা করবে কিনা। তবে পুতিনের ভাবা উচিৎ পরমাণু অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে এবং তার নিজের টিকে থাকা সম্ভব হবে কিনা।