পশ্চিমবঙ্গের রামপুরহাটে বাড়িতে আগুন, মৃত অন্তত আট

0

লোকসমাজ ডেস্ক॥ এক তৃণমূল নেতা খুন হওয়ার জেরে পশ্চিমবঙ্গের রামপুরহাট পরিণত হয়েছে অগ্নিগর্ভে৷ সেখানে একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়েছে। এতে পুড়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ জানিয়েছে, রাতেই মৃত্যু হয়েছে একজনের। পরে মঙ্গলবার সকালে আরো সাতজনের মৃতদেহ উদ্ধার হয়৷ ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, সোমবার এলাকার তৃণমূল নেতা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে হত্যা করা হয়। স্থানীয় একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন৷ সে সময় একদল হামলাকারী ওই চায়ের দোকানে এসে বোমা ছোঁড়ে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এরপরেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ বগটুই গ্রামে পর পর বাড়িতে আগুন লাগানো হয়৷ পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, মঙ্গলবার সকালে একটি বাড়ি থেকে সাতজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে৷ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।