দীপিকার কাণ্ড

0

লোকসমাজ ডেস্ক॥ দিব্যি স্পেনে ‘পাঠান’ ছবির শুটিং করছিলেন। আচমকাই এক কাণ্ড বাধিয়ে বসলেন দীপিকা পাড়ুকোন। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই মধ্যমা দেখালেন অভিনেত্রী। পাশে দাঁড়িয়ে তখন সিগারেটে সুখটান দিচ্ছিলেন শাহরুখ খান। গত কয়েক সপ্তাহ ধরেই শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবির শুটিং নিয়ে চর্চা চলছে। সোশ্যাল মিডিয়ায় ‘পাঠান’, ‘দ্য কিং ইজ ব্যাক’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয়েছে। শাহরুখের সিক্স প্যাক অ্যাবের ছবি হয়েছে ভাইরাল। শুটিংয়ের আরও একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।
কিন্তু দীপিকা এমন কাণ্ড কেন করলেন? কেন এভাবে মধ্যমা দেখালেন সংবাদমাধ্যমকে? এই প্রশ্নই তুলছেন অনেকে। এমনিতে মিডিয়ার সঙ্গে সদ্ভাব বজায় রেখেই চলেন তারকা। কিন্তু দীপিকা এমন আচরণ কেন করলেন? এভাবে মধ্যমা দেখানোকে অশ্লীল ইঙ্গিত বলেই তো মনে করা হয়! অনেকে মনে করছেন সময়টা তেমন একটা ভালো যাচ্ছে না অভিনেত্রীর। তাই বোধহয় এমন প্রতিক্রিয়া। উল্লেখ্য, কিছুদিন আগেই মুক্তি পায় দীপিকার ‘গেহরাইয়াঁ’। বক্স অফিসে খুব একটা ভালো ফল করেনি সে ছবি। সমালোচকরাও দীপিকার খুব একটা প্রশংসা করেননি। এমন পরিস্থিতিতে ‘পাঠান’ ছবির শুটিংয়ে যাওয়ার পথেই আবার পোশাকের জন্য ট্রোল হন অভিনেত্রী। টকটকে লাল পোশাক পরে বিমানবন্দরে গিয়েছিলেন দীপিকা। এর জন্য সোশ্যাল মিডিয়ায় উপহাসের পাত্রী হন। দীপিকার এই লাল পোশাকের জন্য তার স্বামী রণবীর সিংয়ের ফ্যাশন সেন্সকেই দায়ী করেন নেটিজেনদের একাংশ। অনেকে আবার অভিনেত্রীর পোশাকের সঙ্গে জোমাটোর ডেলিভারি বয়দের পোশাকের তুলনা করেন। এই সমস্ত কারণে হয়তো একটু রুষ্ট অভিনেত্রী। তাই সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে এমন প্রতিক্রিয়া। এদিকে দীপিকার হাতে রয়েছে বেশকিছু বড় প্রজেক্ট। এরমধ্যে ‘পাঠান’ নিয়ে রয়েছে দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল।
শাহরুখ-দীপিকার রসায়ন আরও একবার দেখার জন্য উন্মুখ হয়ে আছেন সবাই। অন্যদিকে শাহরুখের বাইরেও হৃতিক রোশান, রণবীর সিং, অর্জুন কাপুরসহ বেশ ক’জন তারকার সঙ্গে সামনে দেখা যাবে দীপিকাকে।