হালি গোলে জিতে সেমিতে লিভারপুলকে পেলো ম্যান সিটি

0

লোকসমাজ ডেস্ক॥ ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের মধ্যে চলছে চ্যাম্পিয়নশিপের লড়াই। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শীর্ষে ম্যানচেস্টার সিটি, দুইয়ে লিভারপুল। এ লড়াই চলমান থাকতেই এবার এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে এ দুই দল। রোববার রাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে সাউদাম্পটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। শেষ আটের আরেক ম্যাচে এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। এই দুই ম্যাচ শেষ হওয়ার পরপরই হয় সেমিফাইনালে ড্র। যেখানে আগেই শেষ চার নিশ্চিত করা লিভারপুলের সঙ্গে খেলা পড়ে ম্যান সিটির। অন্যদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রিস্টাল প্যালেস খেলবে চেলসির বিপক্ষে। আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে এই দুই সেমিফাইনাল। সেমিতে ওঠার পথে ম্যান সিটির বড় জয়ে একটি করে গোল করেছেন রহিম স্টারলিং, কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন ও রিয়াদ মাহরেজ। অন্যদিকে ডিয়োগো জোতার করা একমাত্র গোলে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে সেমিতে ওঠে লিভারপুল।