জাতীয় হকি দলের কোচ হারুন, যুবদলের মামুনুর

0

লোকসমাজ ডেস্ক॥ জানুয়ারিতে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ এবং মার্চে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। করোনাভাইরাসের আগে যার অধীনে শুরু হয়েছিল যুব দলের আবাসিক ক্যাম্প সেই মামুনুর রশীদকেই করা হয়েছে আশরাফুলদের কোচ। মার্চে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাতীয় দলের কোচ নিয়োগ দেয়া হয়েছে মাহবুব হারুনকে। মঙ্গলবার বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাতীয় দলে মাহবুব হারুনের সহকারী করা হয়েছে জহিরুল ইসলাম মিতুলকে এবং যুব দলে মামুনুর রশীদের সহকারী করা হয়েছে আলমগীর আলমকে। যুব দলের ম্যানেজার করা হয়েছে তারেক এ আদেলকে। তার সহকারী জাফরুল আহসান বাবুল, জাতীয় দলের ম্যানেজার মনোনীত হয়েছেন বদরুল ইসলাম দিপু ও তার সহকারী মামুনুর রশীদ। অনুর্ধ্ব ২১ দল বিমানবাহিনীর তত্ত্বাবধানে প্রশিক্ষণে থাকলেও জাতীয় দলকে খুব দ্রুত প্রশিক্ষণের আওতায় আনতে চায় ফেডারেশন। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া লিগ নিয়েও আলোচনা হয়েছে ফেডারেশনের সভায়। ঘরোয়া লিগ সম্পর্কে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বৈঠক শেষে বলেন, ‘আগামী মাসে আমরা লিগ কমিটির সভা ডাকব। সেই সভায় ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে লিগ শুরুর বিষয়টি ঠিক হবে। ইতোমধ্যে পাঁচ ক্লাব লিগ কমিটিতে প্রতিনিধি পাঠিয়েছে, তবে পাঠায়নি মোহামেডান ও মেরিনার ইয়াংস।’