ঝিকরগাছা পৌর বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন প্রস্তুত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমীন সুজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইমরান হাসান নিপুন, বিএনপি নেতা গোলাম কাদের বাবলু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর, রাশিদুল মমিন সুজন, আব্দুর রশিদ, পৌর বিএনপি নেতা নুরুজ্জামান বাবলা, মোহাম্মদ মনা, নাফিজউদ্দিন, আব্দুল খালেক, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক নুরুন্নবী খাঁন শিপন, তরিকুল ইসলাম, মাসুদ পারভেজসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় সারাদেশের ন্যায় ঝিকরগাছা পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের জোর তাগিদ দেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু।