তরিকুল ইসলামের ছোট ভাই ডা.আমিরুল ইসলামের ইন্তিকাল # বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দের শোক

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের কনিষ্ঠ ভাই ও বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের সাবেক প্রধান চিকিৎসা কর্মকর্তা আমিরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার সকাল ১০টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ডা. আমিরুল ইসলামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু ও ঢাকাস্থ যশোরবাসীসহ তার দীর্ঘদিনের বন্ধু, সহপাঠী, সহকর্মীরা শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাসভবনে যান।
বুধবার বাদ আছর ঢাকার ধানমন্ডি ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার, বায়তুল আফসার মসজিদে ডা.আমিরুল ইসলামের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এসএম মশিউর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, খান রবিউল ইসলাম রবি, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বিএনপি নেতা আলহাজ মহসিন কবির, হারুন-অর-রশীদ মোল্লা, আশরাফুল আলম বাবু, যুবদলের কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান লিটন, শামসুর রহমান, সাবেক ছাত্রনেতা আশরাফুল কবির সুমন প্রমুখ। এ সংবাদ লেখা পর্যন্ত তার মরদেহ যশোরে এসে পৌঁছেনি।
আজ বৃহস্পতিবার বাদ যোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে কারবালা কবর স্থানে দাফন করা হবে।
ডা. আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি বলেন, ডা. আমিরুল ইসলামের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত। তিনি ছিলেন, সৎ, সজ্জন, নীতিবান ও ধার্মিক মানুষ। পেশাগত জীবনে একজন চিকিৎসক হিসেবে তিনি গরীব ও দুঃস্থ মানুষের জন্যে নিবেদিত প্রাণ ছিলেন। আদর্শনিষ্ঠ ব্যক্তি হিসেবে ডা. আমিরুল ইসলামকে সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন। বিএনপি মহাসচিব তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরূপ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। অপর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু।