৪০৮ রানে এগিয়ে থেকেও পাকিস্তানকে ফলোঅন করালো না অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ করাচিতে যে পিচে অস্ট্রেলিয়ার ব্যাটাররা রানের ফোয়ারা ছোটালেন, সেই পিচেই ব্যাট করতে নেমে রীতিমত ঘাম ঝরলো বাবর আজমদের। ব্যাটিং ব্যর্থতায় এই টেস্টে ফলোঅনের লজ্জায় পড়েছে স্বাগতিকরা। ৮ উইকেটে ৫০৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৫৫৬ তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ১৪৮ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। তবে ৪০৮ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও স্বাগতিকদের ফলোঅন না করিয়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে পড়েছে অসিরা। দিন শেষ করেছে ১ উইকেটে ৮১ রান নিয়ে। অস্ট্রেলিয়ার বোলারদের তোপে পাকিস্তানি ব্যাটারদের কেউ দাঁড়াতেই পারেননি। অধিনায়ক বাবর আজম কেবল একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য রাখতে পারেননি তিনিও। অভিষিক্ত লেগি মিচেল সোয়াপসনকে তুলে মারতে গিয়ে লংঅফে ক্যাচ হন পাকিস্তানি অধিনায়ক। ৭৯ বলে ৩ বাউন্ডারিতে তিনি করেন ৩৬ রান। এর আগে টপঅর্ডারের ইমাম-উল-হক ২০, আবদুল্লাহ শফিক ১৩, আজহার আলি ১৪ রান করে সাজঘরের পথ ধরেন। শেষ উইকেটে নোমান আলি (২০ অপরাজিত) আর শাহিন শাহ আফ্রিদি (১৯) ৩০ রানের জুটি গড়ে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মিচেল স্টার্ক। মাত্র ২৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। দুটি উইকেট নেন মিচেল সোয়েপসন।