যশোর শহরে এক যুবক ছুরিকাহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের মনিহার এলাকায় গতকাল সকালে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২১) নামে এক যুবক আহত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। ছুরিকাহত হাফিজুর রহমান শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকার সোনা মিয়ার পুত্র।
তার ভাই তানভীর হাসান ও পুলিশ সূত্র জানিয়েছেন, কিছুদিন আগে আরএন রোড এলাকার সন্ত্রাসীরা এক যুবককে ছুরি মারার চেষ্টা চালায়। তখন হাফিজুর রহমান তাদের হাত থেকে ওই যুবককে রক্ষা করেন। এ ঘটনায় সন্ত্রাসীরা হাফিজুর রহমানের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গতকাল (শুক্রবার) বেলা সাড়ে ১০টার দিকে হাফিজুর রহমান মনিহারের পাশের গলিতে একটি সেলুনের সামনে দাঁড়িয়েছিলেন। তখন হুরাইরা, হ্যাপীসহ কয়েকজন সন্ত্রাসী তার বুকের বামপাশে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সাব্বির হোসেন নামে এক যুবক হাফিজুর রহমানকে উদ্ধার করার পর বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার অস্থার অবনতি ঘটে। তখন কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসক জানিয়েছেন, হাফিজুর রহমানের অবস্থা খুবই খারাপ। ছুরির আঘাতে তার ফুসফুস ক্ষত হয়েছে। সেখান থেকে বাতাস বের হয়ে যাচ্ছে। এ চিকিৎসা যশোরে সম্ভব নয়। যে কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় হাফিজুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে। হাফিজুর আরএন রোডস্থ ভাই ভাই মটরর্সের কর্মচারী।