ধর্ষণের সঠিক মেডিকেল রিপোর্ট না দেওয়ায় চিকিৎসককে তলব

0

লোকসমাজ ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের শিকার এক কিশোরীর মেডিকেল রিপোর্ট সঠিকভাবে না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানতে এক ডা. শারমিন হক নামে চিকিৎসককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। মামলার আসামি সুমনের জামিন আবেদন শুনানিতে মঙ্গলবার (৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বুধবার (৯ মার্চ) সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হেরো জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় ১৫ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২০২১ সালের ৩ নভেম্বর সদর থানায় মামলা করা হয়। পরে আদালতে ভুক্তভোগী কিশোরী ও আসামি দুজনই তাদের সম্মতিতে শারিরীক সম্পর্ক হয়েছে বলে স্বীকার করেন। তবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার পরে চিকিৎসক প্রতিবেদন দেন, তিনি ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ওই ঘটনার কারণ জানতে আদালত ডা. শারমিন হককে তলব করেছেন। তবে আসামি নিম্ন আদালতে জামিন চেয়েও না পেয়ে হাইকোর্টে আবেদন করেন। তবে শুনানিতে কিশোরীর মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানানো হয়। এ অবস্থায় আদালত মেডিকেল রিপোর্টের বিষয়ে জানতে ওই চিকিৎসককে তলব করেছেন।