অজ্ঞান পার্টির কবলে পড়ে মৃত্যু কলেজ শিক্ষক যশোর উপশহরের সুপরিচিত নাজমুলের

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রাণ হারালেন কলেজশিক্ষক মো. নাজমুল ইসলাম সোহাগ। তিনি যশোর উপশহর বালিকা বিদ্যালয় সংলগ্ন ডি-ব্লকের বাসিন্দা শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা মরহুম সিরাজুল ইসলামের পুত্র ও খুলনার চুকনগর ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক। গতকাল সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন জানান, গত রোববার বেলা একটার দিকে কলেজ থেকে বেরিয়ে যান নাজমুল ইসলাম। এরপর আল আরাফাহ ইসলামী ব্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলে সেখানেই জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি বাসযোগে খুলনার উদ্দেশ্যে রওনা হন। খুলনার সোনাডাঙ্গা বাসটার্মিনালে পৌঁছলে স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় বাসের মধ্যে দেখতে পান। তারা সাথে সাথে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকালে তিনি মারা যান। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংকের চুকনগর শাখার ম্যানেজার শাহাদাৎ হোসেন স্বীকার করেছেন। লোকজনের ধারণা, বাসের মধ্যেই তিনি অজ্ঞান পার্টির শিকার হয়েছেন। অধ্যাপক নাজমুল ইসলামের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চুকনগর ডিগ্রি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। দুপুরে খুলনা থেকে যশোর উপশহরের বাড়িতে নাজমুল ইসলামের লাশ পৌঁছলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে। তাকে শেষবারের মতো দেখার জন্য বহু মানুষের ভিড় হয়। বাদ মাগরিব উপশহর ডি-ব্লক মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।