যশোরে পুলিশ সদস্য স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা স্ত্রীর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যৌতুকের দাবিতে নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে মাসুম রেজা নামে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে রবিবার আদালতে মামলা করেছেন তানিয়া খাতুন নামে এক নারী। তিনি সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের মৃত লুৎফর রহমানের মেয়ে। সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমনজারির আদেশ দিয়েছেন। অভিযুক্ত মাসুম রেজা যশোর সদর উপজেলার কিসমত রাজাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি বাগেরহাট সদরের বালিয়াডাঙ্গা পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৫ ডিসেম্বর পুলিশ কনস্টেবল মাসুম রেজার সাথে তানিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাসুম রেজা যৌতুকের দাবিতে স্ত্রী তানিয়া খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। বাধ্য হয়ে তানিয়া খাতুন তার পিতার বাড়ি থেকে ১ লাখ টাকা ও ১ লাখ টাকার মালামাল এনে দেন স্বামীকে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মাসুম রেজা ৫ লাখ টাকা যৌতুক দাবিতে ফের নির্যাতন শুরু করেন এবং গত বছরের ২০ ডিসেম্বর স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর চলতি বছরের ১০ মার্চ মাসুম রেজাকে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। এ সময় তিনি যৌতুক ছাড়া স্ত্রীকে নেবেন না জানিয়ে দেন। এ কারণে বাধ্য হয়ে তানিয়া খাতুন আদালতের আশ্রয় নিয়েছেন।