খুলনা মহানগরে দুঃস্থদের মাঝে বিএনপির ভোজ্যতেল বিতরণ

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেছেন, সরকার নিয়ন্ত্রিত ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতেই বাজারে দ্রব্যমূল্য বাড়ছে। তাদের সম্মিলিত লুটপাটের মাশুল দিচ্ছে দেশের সাধারণ মানুষ। অতীতের সব রেকর্ড ভেঙে জিনিপত্রের দাম লাগামহীন ভাবে বাড়লেও তা নিয়ন্ত্রণে সরকারের কোনো সংস্থার কার্যত কোন উদ্যোগ নেই। তিনি বলেন, বিএনপি জনগণের দল বলেই গত এক যুগ শাসক দলের শত অত্যাচার নির্যাতন সহ্য করেও সকল দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। দলীয় বিবেচনায় সুবিধাভোগ নয়, রমজান মাসে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কার্ড যাতে প্রকৃত অসহায় দুস্থরা পান তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। গত রবিবার ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে ভোজ্যতেল বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং গণমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধায়নে পালিত হয় এ কর্মসূচি। বেলা সাড়ে ১১টায় নগরীর ইসলামপুর রোড কাজী বাড়ি চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ।