কালীগঞ্জ থেকে চুরি যাওয়া ট্রাক বাঘারপাড়ায় উদ্ধার, আটক ৫

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সাড়ে ৪’শ বস্তা সিমেন্টসহ চুরি হওয়া ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। পুলিশ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ওই সিমেন্ট নিয়ে খুলনার লবনচোরা থেকে একটি ট্রাক ঝিনাইদহের কালীগঞ্জ আসার কথা ছিল। নির্ধারিত সময়ে না পৌঁছালে ব্যবসায়ী হাজী রফিউদ্দিন কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে রোববার রাতে অভিযান চালিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার তৈলকুপা গ্রাম থেকে চোরাইকৃত সিমেন্ট ও ট্রাকটি উদ্ধার করে। এছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু তালেব, আকাশ হোসেন, বিল্লাল হোসেন, ইনামুল হক ও মিলন বিশ্বাসকে আটক করা হয়। পরে ব্যবসায়ীর দায়েরকৃত চুরি মামলায় তাদের আটক দেখানো হয়েছে।