সিমেন্ট বোঝাই ট্রাক চুরি ৫ চোর গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জ শহরের হাজী রফিউদ্দিন এন্ড সন্স দোকানের চুরি হওয়া ৪৫০ বস্তা সিমেন্ট বোঝাই ট্রাক ও চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কালীগঞ্জ পুলিশ। আটককৃতরা হলেন, যশোর জেলার সদর উপজেলার গহরপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে আবু তালেব (২১), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ছোট খুদড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আকাশ হোসেন (২১), যশোর সদর উপজেলার কেসমত রাজাপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (৩৫), সদর উপজেলার বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের মৃত কাজী আবুল হোসেনের ছেলে ইনামুল হক (৩৪) ও যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহরপুর গ্রামের লিয়াকত আলী বিশ্বাসের ছেলে ৫ মিলন বিশ্বাস (৩৫)। চোর চক্রকে আটকের পর বাঘারপাড়া উপজেলার তৈলকূপ বাজারের ব্যবসায়ী মিলন বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান মের্সাস লিয়াকত ষ্টোর থেকে এ সিমেন্ট উদ্ধার করা হয়। সোমবার কালীগঞ্জ থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার। তিনি জানান, খুলনার লবনচোরা সেভেন রিংস সিমেন্টের কারখানা থেকে কালীগঞ্জ শহরের ডিলার হাজী রফি এন্ড সন্সে ওই কোম্পানীর ৪৫০ বস্তা সিমেন্ট ট্রাক বোঝাই করে গত ২৮ ফেব্রয়ারি রওনা দেয়। কোম্পানীর টেরিটরি অফিসার সেরাজুল ইসলাম ট্রাকচালক সোহাগের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পান। টেরিটরি অফিসার মামলা করলে পুলিশ যশোর জেলার খাজুরা মেইন বাসষ্ট্যান্ডের তাহের এন্ড সন্স ফিলিং ষ্টেশনে চুরি কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে। এ সময় সিসি ক্যামেরা দেখে চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে আটক করা হয়।