ঝিকরগাছা বিআরডিবির উদ্যোগে ফুলচাষিদের মাঝে ঋন বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ঋণ কার্যক্রম পরিদর্শন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান। গতকাল মশিউর রহমান গদখালী এলাকার পানিসারা ও হাড়িয়া মাঠে বিভিন্ন ফুল খেত পরিদর্শন করেন। পরে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের ইরেসপো প্রকল্পের হাড়িয়া ফুলচাষি পল্লী উন্নয়ন মহিলা সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। এ সময় তিনি সমিতির সদস্য ও ঋণগ্রহীতাদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যশোরের উপ-পরিচালক কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ছালাউদ্দীন, প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল্লা লিমনসহ বিভিন্ন কর্মকর্তা।