শিরোমণি হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ শিরোমণি হাফিজিয়িা মাদ্রাসার বিশেষ শাখার অভিভাবক সমাবেশ গতকাল সকাল ১০ টায় মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার বিশেষ শাখা প্রধান মো. নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ হাফেজ মো. ইব্রাহিম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মুন্সি হাফেজ আমিনুল ইসলাম, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জামিরা ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল ইসলাম, মো. ইমাদুল ইসলাম, মো. রেজা, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, এ সময় উপস্থিত ছিলেন মো. হারুনুর রশিদ, মো. আবু জাফর ভূঁইয়া। মাদ্রাসার শিক্ষক মো. মুশিকুর রহমান, মো. শারফিন, মো. আবুল কালাম, মাহদী হাসান, মনিরুল ইসলাম, মকবুল হোসেন প্রমুখ। অভিভাবক সমাবেশে মাদ্রাসার মুহতামিম হাফেজ ইব্রাহিম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া ও পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অভিভাবকদের নিজ নিজ সন্তানদের দিকে বেশি করে খেয়াল রাখতে হবে।