কালীগঞ্জে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ কালীগঞ্জে পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার উপজেলার দুলাল মুন্দিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে খামার মুন্দিয়া গ্রামের দর্জি আইয়ুব হোসেন বাড়ি থেকে বাজারে চা পান করতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ পিকআপ আটক করলেও চালক পলাতক রয়েছে। কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।