ছিনতাইকারীর হামলায় কালীগঞ্জে কৃষক আহত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ছিনতাইকারীদের মারপিটে গুরুতর আহত হয়েছেন মো. মিন্টু (৪০) নামে এক কৃষক। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। ঘটনার শিকার মো. মিন্টু একতারপুর গ্রামের গোলাম মোস্তফার পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী মিন্টু শুক্রবার দুপুরে দু’জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন-ইনসান ও লিয়ন। কালীগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, ‘একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’