ফুলতলায় গোল্ডকাপ ক্রিকেটে সেমিফাইনালে সুপার ওয়ারিয়র্স

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ খুলনার ফুলতলায় রাজীব ভুঁইয়া ফাউন্ডেশন আয়োজিত ১৬ দলীয় আইয়ান টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শনিবার প্রথম কোয়াটার্স ফাইনাল খেলায় সুপার ওয়ারিয়র্স জয়ী হয়েছে। এ জয়ের মাধমে তারা সেমিফাইনালে উন্নীত হলো। উপজেলা ডাবুর মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে বন্ধু একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। জবাবে সুপার ওয়ারিয়র্স ৮৫ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৪ ওভার ৪ বলে দুই ইউকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে তারা ৮ উইকেটে জয়লাভ করে। বিজয়ী দলের অনিক ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন মো. রিয়াজুল ইসলাম ও আব্দুল করিম।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মাদ জহিরউদ্দিন রাজিব ভুঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ ভুইয়া, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, তারেক হাসান নাইচ. ইউপি সদস্য শেখ মনিরুল ইসলাম ও অনুপম মিত্রসহ অনেকে খেলা উপভোগ করেন। আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আইয়ান কিংস ও আইকন একাডেমী।