কালীগঞ্জে জৈব কৃষি মেলা ও গ্রুপ ডিসকাশন কর্মশালা

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহে জৈব কৃষি মেলা ও কৃষাণ-কৃষাণীদের নিয়ে গ্রুপ ডিসকাশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী জেলার কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মশালা হয়। কৃষি গবেষণা ফাউন্ডেশনের সহযোগিতায় কালীগঞ্জের কার্ড মহিলা সমিতি কর্মশালার আয়োজন করে। এতে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দিন আহম্মদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুল সদস্য হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আজগার আলী, জেলা প্রশিক্ষণ অফিসার বিজয় কৃষ্ণ হালদার, সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, কার্ড মহিলা সমিতির সভানেত্রী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত কৃষাণী মর্জিনা বেগম।