মহেশপুরে সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে সংবর্ধনা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় বৃহস্পতিবার বিকেলে মহেশপুর যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মহেশপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন । তিনি বলেন পাকিস্তানের এজেন্টরা আবার এই বাংলাদেশকে নিয়ে চক্রান্তে মেতে উঠেছে। তারা এই দেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানাতে চাই। কিন্তু সেটা আর কোনদিন সফল হবে না। আরও বক্তব্য রাখেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা ,সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু প্রমুখ।