সিঁদ কেটে ঘরে প্রবেশ: স্বামী সন্তানকে বেঁধে রেখে গৃহবধূর সম্ভ্রম ও সম্পদ লুট

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে (৩৮) ধর্ষণ ও ঘরের মালামাল লুট করেছে দস্যুরা। গত মঙ্গলবার রাতে উপজেলার জিলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য ওই গৃহবধূকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে মোরেলগঞ্জ থানা পুলিশ। ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, ‘ডিপ্লোমা পড়ুয়া ছেলে ও আমরা স্বামী-স্ত্রী রাতে খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে সিঁদ কেটে চারজনের একটি দস্যু দল আমাদের ঘরে প্রবেশ করে। প্রথমেই আমাদের সবার হাত-পা ও চোখ বেঁধে ফেলে তারা। পরে তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় তারা দুই ভরি স্বর্ণালঙ্কার, ৫ হাজার ৫শ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। ওই দস্যুদের হাতে ধারালো দা ছিল।’ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল রানা কামাল বলেন, এই ধরনের ঘটনা এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটেনি। এদের ওপর এমন অত্যাচার আসলেই খুবই ন্যাক্কারজনক। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, ‘ওই নারীর অভিযোগ দস্যুরা তাকে ধর্ষণ করেছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।’