নিত্যপণ্যের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ গ্যাস, তেল, চাল, আটা ও কাঁচা তরিতরকারিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচিতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি মনিকা আলম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন সেতুসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।