দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে ২ মার্চ বিএনপির সমাবেশ

0

স্টাফ রিপোর্টার ॥ দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে আগামী ২ মার্চ যশোর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ নগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার রাতে জেলা বিএনপি কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু। রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, খায়রুল বাশার শাহীনসহ নগরের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।