পিএসএল ফাইনাল খেলতে গেলেন না রশিদ

0

লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালের চাইতে দেশের হয়ে খেলাকেই সবচেয়ে বড় কর্তব্য বলে মনে করেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। পিএসএল শেষ না করেই আফগানিস্তানের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে চলে আসেন তারকা স্পিনার রশিদ খান। ইতোমধ্যে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দু’টি শেষ হয়েছে। আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডে রয়েছে। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া করেছে আফগানিস্তান। তাই পিএসএলের ফাইনালের জন্য রশিদকে পাকিস্তানে আনতে আগ্রহ প্রকাশ করেছিল রশিদের দল লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ। কারণ সন্ধ্যায় পিএসএলের ফাইনালে মুলতান সুলতানসের বিপক্ষে লড়বে লাহোর ক্লান্দার্স। এই ফাইনালের জন্য বিশেষ বিমানে বাংলাদেশ থেকে রশিদকে উড়িয়ে আনার পরিকল্পনা করেছিল কালান্দার্স । কিন্তু পিএসএলের ফাইনালে চেয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেকেই বেশি প্রাধান্য দিলেন রশিদ। টুইটারে টুইট করে রশিদ লিখেন, ‘ফাইনালে কালান্দার্সকে সাহায্য করতে পারলে ভালো লাগতো। কিন্তু জাতীয় কর্তব্য সব সময়ই প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ।’ চলমান পিএসএলে ৯ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছেন রশিদ। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ৮৪ রানে ২ উইকেট নেন তিনি।
সূত্র : বাসস