মহান মে দিবসের আলোচনা সভায় নার্গিস বেগম ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমজীবী মানুষ পদে পদে শোষিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি নির্যাতন, নিষ্পেষণের শিকার হচ্ছে। আজও তারা পদে পদে শোষিত, বঞ্চিত । একদিকে দেশের শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য মজুরি কিংবা যৌক্তিক দাবি থেকে বঞ্চিত, অন্যদিকে তাদের নিরাপদ কর্মক্ষেত্র নেই। সেই সাথে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি শ্রমজীবী মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, বিএনপি বরাবরই শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনে সোচ্চার রয়েছে।
জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে অধ্যাপক নার্গিস বেগম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে দলীয় কার্যালয় থেকে অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনরি সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।