বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সভা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার পোলঘাটস্থ পল্লী বিদ্যুৎ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মো. জামিল হোসেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন, ডিজিএম মো. সিদ্দিকুর রহমান, মো. শহিদুল ইসলাম, মোল্যা আবু জিহাদ, এজিএম ব্রজ গোপাল দেবনাথ, সমিতি বোর্ডের সহসভাপতি আশিষ কুমার পাল, সচিব মো. রোকনুজ্জামান খান, কোষাধ্যক্ষ কানিজ তারজানা ফেরদৌসি, পরিচালক মো. আলমগীর হোসেন, প্রদীপ গোলদার, শেখ সুলতান আলী, শেখ হেকমত আলী, শ্রাবন্তী দে প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভা শেষে নিয়মিত ও সর্বোচ্চ বিল প্রদানকারী গ্রাহকদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।