যশোরে ডাকাতি প্রস্তুতির অভিযোগে পিকআপ ও ধারালো অস্ত্রসহ আটক ৫

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ডাকাতি প্রস্তুতির অভিযোগে একটি পিকআপসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছি বাদামতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু উপকরণ জব্দ করা হয়েছে। আটকরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাশকাটা গ্রামের জাকারিয়া বয়াতির ছেলে আলিমুল ওরফে এনামুল বয়াতি (২৫) ও একরামুল বয়াতি (২০), মোরেলগঞ্জ উপজেলার শনিরজোর এলাকার কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার (২২), শরণখোলা উপজেলার খুন্তাকাটা বাজার (রাহেন্দা) এলাকার মোশারেফ সরদারের ছেলে নাঈম সরদার (২২) ও রামপাল উপজেলার কাটাখালী গ্রামের ইউনুচ আকনের ছেলে বর্তমানে খুলনার লবণচরা বাজার এলাকার বাসিন্দা সবুজ আকন ওরফে ইন্দা (৩৫)। কোতয়ালি থানা পুলিশের এসআই আ ফ ম মনিরুজ্জামান জানান, গত সোমবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সূত্রে খবর পান, দোগাছিয়ার বাদামতলায় একদল ডাকাত সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় পালানোর চেষ্টাকালে উল্লিখিত ৫ ডাকাতকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অজ্ঞাতনামা আরো ৫/৬ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১টি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এছাড়া আটক ডাকাতদের কাছ থেকে ৩টি হাসুয়া, ১টি ছুরি, ১টি বার্মিজ চাকু, ১টি টর্চলাইট, ৩টি লোহার পাইপ ও লাইলনের দড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ডাকাতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।