অভয়নগর আ.লীগের সম্পাদকের মায়ের ইন্তিকাল

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমানের মা রাবেয়া বেগম (৯২) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত সাড়ে ১২ টায় অভয়নগর উপজেলার সিরাজকাটি গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এদিন বাদ আছর নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সার, খাদ্য শষ্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, সম্পাদক শাহজালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ব্যবসায়ী রেজাউল ইসলাম বিশ্বাস, শাহ মকিত জিলানী, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসানসহ সর্বস্তরের মানুষ।