তালায় বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার তালায় ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনটি উদযাপনে উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিল- একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে তালা শিল্পকলা একাডেমি চত্বরে সদ্যনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা শেষে ছাত্রী-ছাত্রীদের মধ্যে কুইজ, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, পাটখেলঘাটা থানার ওসি (তদন্ত) খান বাবলুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, আব্দুস সোবহান, আলাউদ্দীন জোয়ার্দ্দার, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন প্রমুখ।