রঞ্জি অভিষেকে ইতিহাস গড়লেন যশ ঢুল

0

লোকসমাজ ডেস্ক॥ ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক যশ ঢুল এবার রঞ্জি ট্রফিতে অভিষেকেই ইতিহাস গড়লেন। রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে দুই ইনিংসেই হাঁকিয়েছেন সেঞ্চুরি। এমন কীর্তি নেই শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকাদেরও। গুয়াহাটিতে দিল্লির হয়ে তামিলনাড়ুর বিপক্ষে প্রথম ইনিংসে ঢুল করেন ১১৩ রান। তার ১৫০ বলে খেলা এই ইনিংসে ১৮টি চারের মার ছিল। তার শত ও ললিত যাদবের ১৭৭ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে দিল্লি ৪৫২ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও সেঞ্চুরি হাঁকান ঢুল। এবার তিনি ২০২ বল খেলে ১৪টি চার ও ১ ছক্কায় ১১৩ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০৭ রানে অপরাজিত থাকেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ধ্রুব। বিনা উইকেটে ২২৮ রান করার পর ম্যাচটি ড্র হয়। যশ ঢুলের আগে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড আছে আরও পাঁচজনের। মনসুর আলি খান পতৌদি, সুরিন্দর খান্না, মদন লাল, অজয় শর্মা, রমন লাম্বা ও ঋষভ পন্ত। আর অভিষেকেই দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড আছে মাত্র দুইজনের। তাদের মধ্যে গুজরাটের নরি কন্ট্রাক্টর ১৯৫২-৫৩ মৌসুমে অভিষেকে জোড়া শতক হাঁকিয়েছিলেন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১৫২ রান। আর দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অপরাজিত ছিলেন। এরপর ২০১২-১৩ মৌসুমে মহারাষ্ট্রের বিরাগ আওয়াতে প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ১১২ রান করে নরির পাশে জায়গা করে নিয়েছিলেন। এবার তাদের দুজনেই পাশে জায়গা করে নিলেন ঢুল।