চৌগাছায় সাবেক অধ্যক্ষ আব্দুস সালামের স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কবি আব্দুস সালামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা সাহিত্য পরিষদের উদ্যোগে বুধবার বিকেলে প্রেসক্লাব চৌগাছার মিলনয়াতনে এই স্মরণসভা হয়।
সাহিত্য পরিষদের সভাপতি ও পাকশিয়া আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল। শাহীন মাহবুবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যাপক ও প্রেসক্লাব চৌগাছার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী, ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, আহমদ আলী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, শিক্ষক আব্দুল জলিল, চিত্র শিল্পী আছাদুজ্জামান আসাদ প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়।