চৌগাছায় প্রতিবন্ধী ৮১ শিক্ষার্থীর বাড়িতে পৌঁছে দেয়া হল ঈদ উপহার

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ হতে ৮১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর এলাকার মাঠপাড়ায় বিদ্যালয় চত্ত্বর হতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাড়িতে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, ছোলা তেল পৌঁছে দেয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।