শৈলকুপায় ভোক্তা অধিদফতরের অভিযান

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি ও বিক্রির সময় রশিদ না দেওয়ার অপরাধে বিসিআইসির সারের ডিলার মেসার্স প্রগতি ট্রেডার্সকে ২০হাজার টাকা, ওহিদ ট্রেডার্সকে ৫হাজার টাকা, আজাদ স্টোর ও ভাই ভাই ট্রেডার্স উভয়কে ৫শ টাকা করে এক হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝিনাইদহ জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক, শৈলকুপা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান, ঝিনাইদহ জেলা ক্যাবের সভাপতি আমিনুর রহমান টুকু পুলিশসদস্য উপস্থিত ছিলেন।