অভয়নগরে স্মার্টকার্ড বিতরণ শুরু

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরে জাতীয় পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হুসেইন খান’র সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান পীরজাদা শাহ্ ফরিদ জাহাঙ্গীর পরিচয়পত্র বিতরণ কাজের আনুষ্ঠানিক ভাবে শুরু করেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষে হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান তারু। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেস কাবের সভাপতি ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক আসলাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাক্ষ রবিউল হাচান, কৃষি কর্মকর্তা গোলাম সামদানি, নওয়াপাড়া পৌর কাউন্সিলর মিজানুন রহমান প্রমুখ। উপজেলার ১০জন বিশিষ্ট ব্যক্তিকে স্মার্টকার্ড বিতরণের মাধ্যমে অভয়নগর উপজেলায় দৃশ্যমান হলো জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি। আগামী ৫ মার্চ থেকে ২৩ এপ্রিল ধারাবাহিক ভাবে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলবে। এবার উপজেলার ১ লাখ ৮২ হাজার মানুষ স্মার্টকার্ড পাবে।