চুকনগর ব্যবসায়ী সমিতির সভাপতি-সম্পাদকসহ ২৬ জন কারাগারে

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও সম্পাদকসহ ২৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। খুলনা জেলা পরিষদের কর্মকর্তা মো. হাসানের দায়ের করা মামলায় গতকাল বুধবার তারা খুলনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদস করেন। এসময় আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, চুকনগর বাজারের যতিন-কাশেম সড়কের জায়গায় ঘর করাকে কেন্দ্র করে জেলা পরিষদ ও স্থানীয় ব্যবসায়ীদের দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি খুলনার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে চুকনগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি প্রহল্লাদ ব্রহ্ম ও সাধারণ সম্পাদক সরদার অহিদুল ইসলামসহ ৩৩ জনকে আসামি করে জেলা পরিষদের কর্মকর্তা মো. হাসান মামলা দায়ের করেন। এর মধ্যে গতকাল ২৬ জন আদালতে আত্মসমর্পণ করেন। এদিকে আটককৃতদের মুক্তির দাবিতে রাতে যতিন-কাশেম সড়কে জরুরি সভায় মিলিত হন বাজারের সকল পর্যায়ের ব্যবসায়ী। সভায় আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চুকনগর বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।