যশোরে ক্রীড়ার উন্নয়ন ও সংকট বিষয়ে মতবিনিময়:নির্বাহী পরিষদ ক্রীড়াঙ্গনের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন, সংকট ও উত্তরণ বিষয়ে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সাধারণ পরিষদের ব্যানারে শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিকউজ্জামান ও মারুফুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বক্তারা জেলা ক্রীড়া সংস্থার বর্তমান নির্বাহী পরিষদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরে বলেন, তারা ক্রীড়াঙ্গনের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। কীভাবে নিজেদের ভোট বৃদ্ধি করা যায় সেটি নিয়েও তারা ব্যস্ত। খেলাধূলার মান উন্নয়ন কিংবা খেলোয়াড় তৈরির বিষয়ে তাদের কোন কর্ম পরিকল্পনা নেই। নামমাত্র বিভিন্ন পরিষদের টুর্ণামেন্ট অনুষ্ঠিত হলেও সেখান থেকে দক্ষ কিংবা গুণগতমানের কোন খেলোয়াড় তৈরি হয় না। রেফারিদের মান উন্নয়নেও কোন কর্মপরিকল্পনা নেওয়া হয় না। যশোরের ঐতিহ্যবাহী স্টেডিয়ামের এক সময়ে জৌলুস ছিল তা অনেক আগেই হারিয়ে গেছে। এক সময়ে স্টেডিয়ামে কোন খেলা হলে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যেত। এমনকি, প্রাচীর টপকে দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতেন। এখন সেই স্টেডিয়ামটি দর্শকবিমুখ। সেই আগের মত জমজমাট কোন খেলা কিংবা মাঠ ভর্তি দর্শকদের সরব উপস্থিতি কোনটিই নেই। এ সকল বিষয়ে বর্তমান নির্বাহী পরিষদের মাথায় নেই। তারা কিভাবে একের পর ক্লাবকে রাতের আঁধারে অ্যাফিলিয়েটভুক্ত করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো যায় সেই পরিকল্পনা নিয়ে আছে। তাদের কর্মকাণ্ডের কোন স্বচ্ছতা কিংবা জবাবদিহিতা কোনটিই নেই। তার ক্রীড়াঙ্গনকে রাজনীতির মাঠ হিসেবে ব্যবহার করছে। বক্তারা বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে যশোরের ক্রীড়াঙ্গনের সমস্যা কিংবা সংকট চিহ্নিত করতে হবে। বিশেষ পরিকল্পনা গ্রহণ এবং যথাযথ প্রণয়নের মাধ্যমে সেই সমস্যার সমাধান কিংবা সংকট উত্তরণের মধ্য দিয়ে যশোরের ক্রীড়াঙ্গনকে পূর্বের অবস্থানে নিয়ে যেতে হবে। এখানে কোন ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রাধান্য দিলে হবে না। ক্রীড়াঙ্গনের উন্নয়নের স্বার্থে যাদের প্রয়োজন তাদের কাজে লাগাতে হবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আব্দুল হাকিম, সাবেক জাতীয় ফুটবল ও হকি খেলোয়াড় কাওসার আলী, প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক এসএম তৌহিদুর রহমান, ক্রীড়া সংগঠক খান মোহাম্মদ শফিক রতন, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, ওয়াজেদ আলী, মোস্তাক হোসেন শিম্বা, বেনজিন খান, রাশেদ আব্বাস রাজ, মোস্তাফিজুর রহমান কবির, মহিবুল হক রিয়ন, আবু সাঈদ, এএফএম মঈনুদ্দিন রোম, মোহাম্মদ উল্লাহ, শামীম এজাজ প্রমুখ।