অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মহেশপুর সীমান্তে ১৬ জন আটক

0

আসিফ কাজল, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার জন্য বিভিন্ন গ্রামে মানুষ জড়ো হচ্ছে। একশ্রেণির দালাল মোটা অংকের টাকার বিনিময়ে এদের সীমান্ত পার করে দিচ্ছে বলে অভিযোগ। গত তিনদিনে ৫ রোহিঙ্গাসহ বিজিবির হাতে আটক হয়েছে ১৬ জন। হঠাৎ কেন বাংলাদেশী নাগরিকদের ভারতে যাওয়ায় হিড়িক পড়েছে তা বিজিবির পক্ষ থেকে জানা যায়নি। তবে দারিদ্রতা ও কাজের সন্ধানে দলে দলে মানুষ ভারতে যাচ্ছে বলে আটক হওয়া ব্যক্তিরা জানান। গতকাল শুক্রবারও দালালসহ ৬ জনকে আটক করেছে বিজিবি। এদিন ভোররাতে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া মাঠের মধ্য হতে তাদের আটক করা হয়। এরা হলেন-নড়াইল সদর উপজেলার শিংগা বসুপাড়া গ্রামের চান্দু সেনের ছেলে রাজ কুমার সেন (২৩) ও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে কিরন চন্দ্র বিশ্বাস (৬২)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী ৪ দালালকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের ইব্রামিম ফরাজীর ছেলে আব্দুল কাদির (৩২), আলী আহাম্মদের ছেলে সাজ্জাদ হোসেন (২৩), সুলতান আলীর ছেলে আহসান হাবীব (২৪) ও ইবাদত মন্ডলের ছেলে নুর ইসলাম মন্ডল। মহেশপুর ব্যাটালিয়ন’র (৫৮ বিজিবি) উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুরে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে গত বুধবার রাতে মহেশপুর উপজেলার খোসালপুর এলাকা থেকে ৫ জন এবং মঙ্গলবার রাতে যাদবপুর এলাকা থেকে ৫ রোহিঙ্গাকে আটক করেন মহেশপুরের বিজিবি সদস্যরা।