চুয়াডাঙ্গায় দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গায় দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনীতে নানান রকম উন্নত জাতের গরু, ছাগল, দুম্বা, ভেড়া, ময়না ও টিয়া, কবুতরসহ বিভিন্ন ধরনের পশু-পাখি ছিলো। বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের সহযোগীতায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৪০ জন খামারী তাদের পালিত পশু পাখি ৪৭টি স্টলের মাধ্যমে প্রদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, খামারী জহির রায়হান ও দোয়াল্লিন মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার ও কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।